ঢাকা, মঙ্গলবার, ১৬ আশ্বিন ১৪৩১, ০১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

রাহুল গান্ধীর উপর আক্রমণের প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৭
রাহুল গান্ধীর উপর আক্রমণের প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত রাহুল গান্ধীর উপর আক্রমণের প্রতিবাদে বিক্ষোভ/ছবি: বাংলানিউজ

আগরতলা: নিখিল ভারত কংগ্রেস কমিটির সহ-সভাপতি রাহুল গান্ধীর উপর আক্রমণ ও তার গাড়ি ভাঙচুরের প্রতিবাদে ভারতব্যাপী বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রয়েছে।

ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পর শনিবার (৫ আগস্ট) ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির তরফেও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

বিকেলে দলের রাজধানী আগরতলার পোস্ট অফিস চৌমুহনী এলাকার প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।

মিছিলে উপস্থিত দলের কর্মী-সমর্থকরা অভিযোগ করেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে আরএসএস ও বিজেপি কর্মীরা এ নিন্দনীয় কাজ করেছে।

বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৭
এসসিএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।