ঢাকা, মঙ্গলবার, ১৬ আশ্বিন ১৪৩১, ০১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল উদ্বোধন ৮ আগস্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩০ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৭
তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল উদ্বোধন ৮ আগস্ট

আগরতলা: ত্রিপুরার খোয়াই জেলার অন্তর্গত তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী মঙ্গলবার (০৮ আগস্ট)। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার।  

এছাড়া উপস্থিত থাকতে পারেন- রাজ্যের স্বাস্থ্য দফতরের মন্ত্রী বাদল চৌধুরী, রাজ্য সমবায় ও মৎস্য দফতরের মন্ত্রী খগেন্দ্র জমাতিয়াসহ স্থানীয় বিধায়করা।

 

একশ’ শয্যাবিশিষ্ট নবনির্মিত দ্বিতল এ হাসপাতালে বিভিন্ন চিকিৎসা সরঞ্জামসহ উন্নত চিকিৎসা পরিষেবার ব্যবস্থা থাকবে বলে বাংলানিউজকে জানান দায়ীত্বপ্রাপ্ত চিকিৎসক পদ্মরাম জমাতিয়া।
 
হাসপাতালটি নির্মাণে ব্যয় হয়েছে ১৮ কোটি ৯০ লাখ রুপি। আধুনিক সুবিধাসম্পন্ন হাসপাতালটি চালু হলে তেলিয়ামুড়া মহকুমার প্রায় এক লাখ ৭৭ হাজার মানুষ উন্নত চিকিৎসা পরিষেবা পাবেন।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৭
এসসিএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।