রোববার (৬ আগস্ট) আগরতলায় একটি মিছিলের আয়োজন করে সংগঠনটি। মিছিলটি রাজধানীর উমাকান্ত একাডেমির পার্শ্ববর্তী সংগঠনের কেন্দ্রীয় কমিটির অফিস থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার অফিসের সামনে এসে শেষ হয়।
মিছিলে শারীরিক প্রতিবন্ধীরা নিজেদের বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে মিছিলে অংশ নেন।
মিছিলের আগে সংগঠনের মুখ্য উপদেষ্টা অঞ্জন ভট্টাচার্য্য মিছিলের বক্তব্য রাখেন। দৃষ্টি প্রতিবন্ধীসহ অন্যান্য শারীরিক প্রতিবন্ধী মানুষের উন্নয়সহ কর্মসংস্থানের বিষয়ে ভারত সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৭
এসসিএন/এমজেএফ