ঢাকা, মঙ্গলবার, ১৬ আশ্বিন ১৪৩১, ০১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় পালিত হলো ‘৭৬তম ভারত ছাড়ো’ কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৩ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৭
ত্রিপুরায় পালিত হলো ‘৭৬তম ভারত ছাড়ো’ কর্মসূচি

আগরতলা: ভারতের বিভিন্ন রাজ্যের পাশাপাশি বুধবার (১০ আগস্ট) ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে পালিত হলো ‘৭৬তম ভারত ছাড়ো’ কর্মসূচি।

এদিন সকালে রাজধানী আগরতলার পোস্ট অফিস চৌমুহনী এলাকার প্রদেশ কংগ্রেস ভবনে ভারতের জাতীর জনক মহাত্মা গান্ধী, সাবেক প্রধানমন্ত্রী তথা কংগ্রেস নেতা জহরলাল নেহেরু, সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীসহ অন্য নেতাদের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন- ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি বীরজিৎ সিনহা, বিধায়ক তথা কংগ্রেস নেতা গোপাল রায়, প্রদেশ যুব কংগ্রেস সভাপতি সুশান্ত চক্রবর্তী, সাবেক বিধায়ক তাপস দেব, হরেকৃষ্ণ ভৌমিক প্রমুখ।

 

কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে নেতারা বলেন, ভারতের স্বাধীনতায় ‘ভারত ছাড়ো’ আন্দোলনের ভূমিকা অন্যতম।

আগরতলার পাশাপাশি রাজ্যের প্রতিটি স্তরেও এ কর্মসূচি পালিত হয়।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৭
এসসিএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।