ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ভারত জুড়ে পালিত হচ্ছে জাতীয় কৃমিনাশক দিবস

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
ভারত জুড়ে পালিত হচ্ছে জাতীয় কৃমিনাশক দিবস কৃমিনাশক ওষুধ খাওয়ানো হচ্ছে-ছবি-বাংলানিউজ

আগরতলা: ভারতব্যাপী জাতীয় কৃমিনাশক দিবস পালিত হচ্ছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) সারা দেশের সঙ্গে ত্রিপুরা রাজ্যেও পালিত হচ্ছে দিবসটি।

দেশের ১৯ বছর বয়স পর্যন্ত সব ছেলেমেয়েদের কৃমিনাশক ওষুধ খাওয়ানো হচ্ছে।

ত্রিপুরা রাজ্যের মোট ১১ লাখ ১৩ হাজার ৬২ জনকে এই কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে।

এর জন্য রাজ্যে ২৫ হাজার কর্মী নিয়োগ করা হয়েছে।

এই কর্মীরা সরকরি-বেসরকারি স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে ট্যাবলেট খাওয়াচ্ছেন।  

ভারত সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে এই ট্যাবলেট খাওয়ানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
এসসিএন/আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।