ঢাকা, মঙ্গলবার, ১৬ আশ্বিন ১৪৩১, ০১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

মহারাজা বীর বিক্রম কিশোরের জন্মবার্ষিকী উদযাপন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
মহারাজা বীর বিক্রম কিশোরের জন্মবার্ষিকী উদযাপন জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠান-ছবি-বাংলানিউজ

আগরতলা: আগরতলায় আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। 

শনিবার (১৯ আগস্ট) আগরতলার কৃঞনগর এলাকায় বিজেপি'র ত্রিপুরা প্রদেশ কমিটির কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ত্রিপুরা প্রদেশ বিজেপি'র উদ্যোগে আয়োজিত জন্মবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেব, দলের অবজারভার সুনীল দেওধর, ত্রিপুরা প্রদেশ বিজেপি'র জনজাতি মোর্চার সভাপতি যিষনু দেববর্মা, দলের সম্পাদিকা প্রতিমা ভৌমিক প্রমুখ।

 

অনুষ্ঠানের শুরুতে অতিথিরা মহারাজা বীর বিক্রম কিশোরের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
 
অনুষ্ঠানে বক্তারা বলেন, বীর বিক্রম কিশোর ছিলেন ত্রিপুরার অন্যতম দক্ষ শাসক। তিনি রাজ্যে শিক্ষা বিস্তারের জন্য ব্যাপক অবদান রাখেন। রাজ্যের বেশিরভাগ স্কুল তার সময়েই স্বীকৃতি লাভ করেছে। রাজ্যে উচ্চ শিক্ষা প্রসারেও তিনি অবদান রাখেন।  

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭ 
এসসিএন/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।