ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় ‘দাবি দিবস’ পালন করলো আইপিএফটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
ত্রিপুরায় ‘দাবি দিবস’ পালন করলো আইপিএফটি আইপিএফটির মিছিল/ছবি: বাংলানিউজ

আগরতলা: প্রতি বছরের মতো এবারও ত্রিপুরা রাজ্যের এডিসি এলাকা নিয়ে আলাদা ‘তিপ্রাল্যান্ড’ রাজ্য গঠনের দাবিতে ‘দাবি দিবস’ পালন করলো ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অব তিপ্রা (আইপিএফটি)। 

বুধবার (২৩ আগস্ট) ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের (এডিসি) প্রধান কার্যালয় খুমলুং এলাকায় দিবসটি উপলক্ষে একটি মিছিল বের করা হয়।  

প্রতিবছর আইপিএফটি রাজ্যের রাজধানী আগরতলায় মিছিল করলেও এবার রাজ্য সরকার কর্মসূচির অনুমতি দেয়নি।

তাই তারা খুমলুং এলাকায় এ কর্মসূচি পালন করে।  

গত বছর তিপ্রাল্যান্ড দাবি দিবসের দিন ব্যাপক সহিংসতা চালিয়েছিলো আইপিএফটির কর্মী-সমর্থকরা।  

দলের সভাপতি এনসি দেববর্মা সংবাদ মাধ্যমকে জানান, আলাদা রাজ্যের দাবিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

দলের কর্মীদের আচরণের কথা চিন্তা করে এদিন খুমলুং এলাকায় প্রচুর সংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন ছিলো।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
এসসিএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।