ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় কংগ্রেস কার্যালয় থেকে মদ জব্দ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
ত্রিপুরায় কংগ্রেস কার্যালয় থেকে মদ জব্দ জব্দ করা মদ-ছবি-বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরার খোয়াই জেলার কল্যাণপুর এলাকার কংগ্রেস ভবন থেকে মদ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) কল্যাণপুর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কংগ্রেস দলের স্থানীয় নেতাদের উপস্থিতিতে কার্যালয়ে অভিযান চালায়। এসময় বিভিন্ন ব্র্যান্ডের মদ ও বিয়ারের বোতল জব্দ করে পুলিশ।

দলীয় কার্যালয় থেকে মদ জব্দ করার খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কল্যাণপুর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি সুভাষ ভৌমিক জানান, এটি কংগ্রেস দলের কার্যালয় হলেও অফিসের দুটি চা‍বি গোপাল দাস ও কার্তিক ঘোষ নামে দুই ব্যবসায়ীর হাতে রয়েছে। তারা দোকানের সামগ্রী এই অফিসে রাখেন। এ বিষয়ে তারাই ভালো বলতে পারবেন।  

এ ব্যাপারে গোপাল দাস জানান, তিনি ফলের ব্যবসা করেন। মাঝে মাঝে ফলের প্যাকেট কংগ্রেস ভবনে রাখেন। তবে এই অবৈধ মদের মালিক তিনি নন। তিনি অভিযোগ করেন, অবৈধ মদের ব্যবসা করেন কার্তিক দাস।

পরে পুলিশ কার্তিক দাসকে কল্যাণপুর থানায় নিয়ে গেছে।  

কল্যাণপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিব্যেন্দু রায় জানান, অভিযান চালিয়ে মোট ৬শ' ৮৪ বোতল মদ জব্দ করা হয়েছে। এগুলির বাজার মূল্য প্রায় ১ লাখ রুপি। অভিযুক্ত কার্তিককে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
এসসিএন/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।