উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার পবিত্র কর, আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশন অফিসের প্রথম সচিব মোহম্মদ মনিরুজ্জামান প্রমুখ।
উৎসবে বক্তব্য রাখতে গিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে বাড়তে থাকা মৌলবাদী সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মানিক সরকার।
শ্রুতির উদ্যোগে আয়োজিত এই আবৃত্তি উৎসবে ত্রিপুরা ও বাংলাদেশের বাচিক শিল্পীরা অংশ নিচ্ছেন। অনুষ্ঠানের শুরুতে রাজ্যের বিভিন্ন বয়সী শিল্পীরা বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।
বাংলাদেশ সময়: ২২৩৪ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৭
এসসিএন/আরআই