ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আম্বেদ করের জন্মদিনে আগরতলায় আলোচনা সভা 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
আম্বেদ করের জন্মদিনে আগরতলায় আলোচনা সভা  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা (ত্রিপুরা): ভারতের সংবিধান প্রণেতা ভারতরত্ন ড. বি আর আম্বেদ করের ১২৭ তম জন্মদিন উপলক্ষে আগরতলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২৭ আগস্ট) সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত ‘ভারতের ধর্মনিরপেক্ষতা ও ড. বি আর আম্বেদ কর’ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

ত্রিপুরা সরকারের তফশিলি জাতি কল্যাণ দফতরের উদ্যোগে হয় এ আলোচনা সভার আয়োজন করা হয়।

 

এতে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন-ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার, ত্রিপুরা সরকারের তফশিলি জাতি কল্যাণ ও পর্যটন মন্ত্রী রতন ভৌমিক, আগরতলা পুর নিগমের মেয়র ড. প্রফুল্লীজিৎ সিনহা, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীলিপ দাস প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বর্তমানে ভারতে একটি বিশেষ গোষ্ঠী মানুষের চিন্তা ভাবনা ও জীবন যাত্রাসহ খাদ্যাভাস নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আর এর ফলে আক্রান্ত হচ্ছেন, রক্তাক্ত হচ্ছেন দেশের সংখ্যালঘু ও তফশিলি জাতি অংশের মানুষ।  

‘দেশের সংবিধান প্রণেতা আম্বেদ কর কখনই এমন দেশের স্বপ্ন দেখেননি। দেশে এমন পরিস্থিতি থেকে দ্রুত বেরিয়ে আসা জরুরি। ’

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
এসসিএন/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।