ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

নিয়মিত বেতনের দাবিতে ত্রিপুরায় শিক্ষকদের স্মারকলিপি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৭
নিয়মিত বেতনের দাবিতে ত্রিপুরায় শিক্ষকদের স্মারকলিপি নিয়মিত বেতনের দাবিতে ত্রিপুরায় শিক্ষকদের স্মারকলিপি, ছবি: বাংলানিউজ

আগরতলা: নিয়মিত বেতনের দাবিতে ত্রিপুরা চুক্তিবদ্ধ শিক্ষক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আন্দোলন অব্যাহত রয়েছে।

সোমবার (২৮ আগস্ট) রাজভবনে ত্রিপুরা রাজ্যের রাজ্যপাল তথাগত রায়ের সঙ্গে সাক্ষাৎ করেন সংগঠনের সাধারণ সম্পাদক বাস্তব দেববর্মার নেতৃত্বে শিক্ষক নেতারা। নিয়মিত বেতন দেওয়ার দাবিতে স্মারকলিপি পেশ করেন তারা।

রাজভবনে প্রবেশের আগে বাস্তব দেববর্মা সাংবাদিকদের জানান, বেতনের দাবিতে গত কয়েকদিন ধরে আগরতলার ওরিয়েন্ট চৌমুহনী এলাকায় আমরণ অনশন করছিলেন তারা। তখন রাজ্যপাল অনশন প্রত্যাহার করে তার সঙ্গে এ বিষয়ে কথা বলার আহ্বান জানিয়েছিলেন। এ আহ্বানেই রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন তারা।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৭
এসসিএন/এএটি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।