গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩০ আগস্ট) সকালে ওই এলাকার জঙ্গলাকীর্ণ রাস্তা থেকে ত্রিপুরা রাজ্যে খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমা বন দফতরের কর্মীরা কাঠের লগগুলো জব্দ করে।
অভিযানের নেতৃত্বে থাকা ফরেস্টার পিন্টু দেববর্মা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, চোরা কারবারীরা একটি মিনি ট্রাকে করে সেগুনসহ মূল্যবান গাছের লগ তেলিয়ামুড়া থেকে অন্যত্র নিয়ে যাওয়ার সময় বনকর্মীরা ট্রাকটিকে আটক করে। বনকর্মীদের দেখে চালক ট্রাকিটি ফেলে জঙ্গলে দিকে পালিয়ে যায়। ট্রাকটিসহ গাছের লগগুলো তেলিয়ামুড়া বন দফতরের অফিসে নিয়ে আসা হয়।
ট্রাকটিতে মোট ১০টি গাছের লগ ছিলো। এগুলির বাজার মূল্য ৪০ হাজার রুপি বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
এসসিএন/জিপি