বাঙালিদের সব চেয়ে বড় উৎসব দূর্গা পূজার আগে আগরতলা থেকে দিল্লির উদ্যেশে রাজধানী এক্সপ্রেস ছুটবে এমটাই আশার কথা শুনালেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে অপারেশন বিভাগের কর্মকর্তা সূত্র। তবে এই বিষয়ে সরকারিভাবে এখনো মুখ খুলতে রাজি নন কোনো রেল আধিকারিক।
সূত্র আরো জানায়, আগরতলা দিল্লির মধ্যে সবুজ পতাকা নেড়ে রাজধানী এক্সপ্রেসের যাত্রা শুরুর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুষ্ঠানে উপস্থিত রাখার চেষ্টা চলছে। তবে কয়েকটি দিন গেলে সবকিছু পরিষ্কার হয়ে যাবে।
আগরতলা থেকে দিল্লি পর্যন্ত রাজধানী এক্সপ্রেস চালু হলে শুধু ত্রিপুরা রাজ্য ও দক্ষিণ অসমের মানুষরাই উপকৃত হবেন এমনটা নয়। ত্রিপুরা হয়ে বাংলাদেশর যেসব নাগরিক দিল্লিসহ ভারতের অন্যান্য অঞ্চলে যাতায়াত ও ভ্রমণ করেন, তারাও আরামদায়ক এ ট্রেনে দ্রুত ও স্বাচ্ছন্দের সঙ্গে যাতায়াত করতে পারবেন।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৭
এসসিএন/জিপি