রাজধানীর চন্দ্রপুর, বলদাখাল, খয়েরপুরসহ আশেপাশের এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। চন্দ্রপুর এলাকায় জাতীয় সড়কের উপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হচ্ছে।
নিম্নাঞ্চলের বহু মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। রেশমবাগান স্কুল, বলদাখাল স্কুল ও চন্দ্রপুর সেতুসহ অপেক্ষাকৃত উঁচু জায়গায় কয়েকশ পরিবার আশ্রয় নিয়েছেন। সদর মহকুমা প্রশাসন থেকে বন্যা কবলিত মানুষদের উদ্ধারের জন্য নৌকা নামানো হয়েছে। আশ্রয় শিবিরের মানুষদের মধ্যে শুকনো খাবার সরবরাহ করা হচ্ছে।
রাজধানীর কাটাখালের পার্শ্ববর্তী বিভিন্ন বস্তির বেশিরভাগই পানির তলায় চলে গেছে। যত সময় যাচ্ছে কাটাখালে পানিস্তর আরো বাড়ছে। আগে থেকেই অনেকে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছেন। রাজধানীর আরএমএস, এডভাইজার এলাকা, ব্যানার্জী পাড়া, প্রফেসার পাড়াসহ বিভিন্ন এলাকায় পানি জমেছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী বুধবার পর্যন্ত ত্রিপুরা রাজ্যজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আরো দুইদিন আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে ভারী বৃষ্টি হলে নতুন করে রাজ্যের বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৭
এসসিএন/আরআর