ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ভারত-বাংলাদেশের পানি বণ্টন সমস্যার সমাধান হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩১ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
ভারত-বাংলাদেশের পানি বণ্টন সমস্যার সমাধান হবে ত্রিপুরায় বিজেপি সাধারণ সম্পাদক রাম মাধব

আগরতলা: একদিনের ঝটিকা সফরে ত্রিপুরা এলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাধারণ সম্পাদক রাম মাধব।

সোমবার (১৬ অক্টোবর) স্থানীয় সময় সকাল সাড়ে নয়টার প্লেনে আগরতলা বিমানবন্দরে অবতরণ করেন তিনি। তাদের স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিজেপি'র ত্রিপুরা প্রদেশ কমিটির সভাপতি বিপ্লব কুমার দেব সহ কর্মী সমর্থকরা।

বিমানবন্দরে রামমাধব সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন ভারত ও বাংলাদেশকে সীমান্ত আলাদা করেছে এবং ব্রহ্মপুত্র, গঙ্গা সহ ছোট বড় নদী উভয় দেশকে যুক্ত করেছে। নদীর পানি বণ্টন নিয়ে উভয় দেশের মধ্যে যে কিছু জটিলতা রয়েছে তার সমাধান করা হবে। ভারত এই বিষয়ে কথা দিয়েছে। এই প্রতিশ্রুতি ভারত পালন করবে।

বিমান বন্দর থেকে তিনি চলে আসেন খেজুর বাগান এলাকার রাজ্য অতিথিশালা 'সোনারতরী'তে।

সেখানে স্থানীয় সময় বেলা ১১টা থেকে দলের কোর কমিটির সদস্যদের সঙ্গে তিনি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে বসেছেন।

সেখানে দুপুরের খাবার শেষে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আগরতলা টাউন হলে কর্মীদের নিয়ে আয়োজিত সোস্যাল মিডিয়া ওয়ার্কশপে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন তিনি। সেখান থেকে বেরিয়ে বিমান বন্দরের উদ্দেশে রওয়ানা হবেন।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
এসসিএন/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।