ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

নভেম্বরে ত্রিপুরায় যাবেন নরেন্দ্র মোদি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
নভেম্বরে ত্রিপুরায় যাবেন নরেন্দ্র মোদি ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি বিপ্লব কুমার দেব, ছবি: বাংলানিউজ

আগরতলা: চলতি বছরের নভেম্বর মাসে ত্রিপুরায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মঙ্গলবার (২৪ অক্টোবর) বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি বিপ্লব কুমার দেব।

তিনি জানান, ত্রিপুরায় নভেম্বরে প্রথমে আসবেন প্রাধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এরপরেই আসবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত সাহ।

সে সঙ্গে আসবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক রামমাধব, অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল, অসমের অর্থসহ একাধিক গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা, অরুনাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুসহ দলের সর্বভারতীয় নেতরা।

কিছুদিন পরই গুজরাট, হিমাচলপ্রদেশ রাজ্যের নির্বাচন এখন দলের প্রধান নজর এ দু'রাজ্যের দিকে। দু'রাজ্যের নির্বাচন শেষ হয়ে গেলে দলের সর্বভারতীয় নেতৃত্ব ত্রিপুরায় ঝাঁপিয়ে পড়বেন।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।