রোববার (২৯ অক্টোবর) রাজধানীর আস্তাবল ময়দানে আয়োজিত এ সভায় প্রধান বক্তা ছিলেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা সিপিআই (এম) দলের পলিট ব্যুরো সদস্য মানিক সরকার।
জনসভায় মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, গত সাড়ে ৩ বছরে ভারতে দলিত ও সংখ্যলঘু মানুষের ওপর আক্রমণ তীব্র থেকে তীব্রতর হচ্ছে।
‘গত ৩ বছরে গড়ে ৩৫ থেকে ৪০ শতাংশ বেশি কৃষক আত্মহত্যা করছে। দেশে এখন বছরে ৯২ থেকে ৯৪ লাখ মানুষ কাজ হারাচ্ছেন। ’
মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, বিজেপি ও আরএসএস স্বেরাচারী মনোভাব নিয়ে বৃটিশদের মতো কাজ করছে। এ অবস্থায় ত্রিপুরা রাজ্যের বামফ্রন্ট সরকার বিকল্প পথ দেখাবার চেষ্টা করছে, এগিয়ে যাওয়ার চেষ্টা করছে।
তিনি বলেন, পরপর তিনবার ত্রিপুরা রাজ্য রাষ্ট্রীয় গ্রামীণ কর্মসংস্থান যোজনায় ত্রিপুরা প্রথম হয়েছে। কিন্তু এখন বর্তমান কেন্দ্রীয় সরকার এ প্রকল্পের অর্থ দিচ্ছে না।
আগামী নির্বাচনে কেন্দ্রের শাসক দল এখানেও ক্ষমতায় আসার জন্য রাজ্যের শান্তি-শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন মানিক সরকার।
অনুষ্ঠানে বক্তব্য দেন-ত্রিপুরা সরকারের তফশিলি দফতরের মন্ত্রী ও ত্রিপুরা তফশিলি জাতি সমন্বয় সমিতির সভাপতি রতন ভৌমিক, সংগঠনের সাধারণ সম্পাদক বিধায়ক সুধন দাস, সংসদ সদস্য ঝর্না দাস বৈদ্য, রাজ্যের পরিবহন মন্ত্রী মানিক দে, শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী প্রমুখ।
রাজ্যের বিভিন্ন এলাকা থেকে সংগঠনের সদস্যরা সভায় উপস্থিত হয়েছিলেন।
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
এসসিএন/এমএ