ভারত-বাংলাদেশ ও মিয়ানমারের এই বাইক শোভাযাত্রায় মোট ৩০ জন প্রতিনিধি রয়েছেন।
গত ৩১ অক্টোবর শোভাযাত্রাটি শিলংয়ের প্রধান কার্যালয় থেকে শুরু হয়ে বাংলাদেশে যায়।
বুধবার (১ নভেম্বর) সন্ধ্যায় আখাউড়া সীমান্ত দিয়ে আগরতলা আসে ও আসাম রাইফেলস'র ২১ হেডকোয়ার্টারে রাত্রিযাপন করেন।
বৃহস্পতিবার (২ নভেম্বর) শোভাযাত্রাটি আগরতলা থেকে ৪৪ নম্বর জাতীয় সড়ক ধরে রাজ্যের তেলিয়ামুড়া, আমবাসা, বাগবাসা হয়ে অসমের শিলচার হয়ে আসামের বিভিন্ন এলাকা হয়ে মিয়ানমার যাবে।
এই তিন দেশের সামরিক বাহিনীর মধ্যে মৈত্রীর সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে এই শোভাযাত্রা।
বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
এসসিএন/আরআর