বুধবার নোট বাতিলের বর্ষপূর্তিতে ত্রিপুরাজুড়ে পালিত হলো কালো দিবস। দিনটিকে নানা নামে পালন করলো একাধিক রাজনৈতিক দল ও সংগঠন।
কংগ্রেস দল দিনটিকে ভারতব্যাপী কালো দিবস হিসেবে পালন করেছে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিলের আয়োজন করে। দলের কর্মী-সমর্থকরা বুকে কালো ব্যাজ ও কালো জামা-কাপড় পরেও মিছিলে সামিল হয়।
এদিন সন্ধ্যায় ত্রিপুরা রাজ্যজুড়ে শাসকদল সিপিআই (এম) দলের তরফেও প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। নোট বাতিলের সিদ্ধান্ত দেশের মানুষের পক্ষে সর্বনাশা বলে আখ্যায়িত করে দলটি।
পাশাপাশি ব্যাংক এমলইজ ফেডারেশন অব ইন্ডিয়ার তরফে দিনটিকে প্রতিবাদ দিবস হিসেবে পালন করা হয়। এদিন অফিস শেষে সন্ধ্যায় সংগঠনের সদস্যরা রাজধানী আগরতলার রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার আগরতলা শাখার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন।
সংগঠনের তরফে দাবি করা হয় নোট বাতিলের কারণে দেশের অর্থনীতিতে দীর্ঘস্থায়ী মন্দার সৃষ্টি করেছে, দেশের শিল্পে সংকট তৈরি হয়েছে, দেশের লাখ লাখ শ্রমিক কাজ হারিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
এসসিএন/এএ