ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

দিল্লীর সংসদীয় প্রতিনিধি দল ত্রিপুরায়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
দিল্লীর সংসদীয় প্রতিনিধি দল ত্রিপুরায় ত্রিপুরায় তিন সংসদ সদস্য-ছবি-বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরা রাজ্যের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার (১১ নভেম্বর) আগরতলায় পৌঁছেছেন দিল্লীর তিন সংসদ সদস্য। 

প্রথমে পৌঁছান প্রহ্লাদ সিং প্যাটেল। তিনি বন্দর থেকে হেলিকপ্টারে করে দক্ষিণ জেলার শান্তিরবাজারে যান।

তার সঙ্গে যান ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেবসহ অন্যরা। সেখান থেকে তারা যান গোমতী জেলার উদয়পুরে। সব শেষে তারা যান সোনামুড়া মহকুমায়।  

দ্বিতীয় দফায় আগরতলা পৌঁছান সংসদ সদস্য মিনাক্ষী লেখি। তিনি ত্রিপুরা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি বিজেপি কর্মীসহ সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। এরপর তিনি পশ্চিম জেলার বিভিন্ন এলাকা পরিদর্শনে যান।  

সবশেষে পৌঁছান বিজেপি তথা দলের সাধারণ সম্পাদক সুরজ পান্ডে। তিনি সিপাহীজলা জেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন।

এই তিন সংসদ সদস্যই দিল্লী ফিরে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে ত্রিপুরা রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে রিপোর্ট করবেন। তাদের রিপোর্টের পরিপ্রেক্ষিতে কেন্দ্র সরকার রাজ্যে বিশেষ পদক্ষেপ নিতে পারে।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
এসসিএন/আরআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।