তাদের দাবি, রামসা ও এসএসএ প্রকল্পে কর্মরত রাজ্যের সব কর্মচারীদের সরকারি কর্মচারীদের মতো বেতন দিতে হবে ও তাদের নিয়মিত করতে হবে।
ত্রিপুরা সরকারের উচ্চ শিক্ষা দফতরের অধিকর্তা ইউ কে চাকমা এই দুই প্রকল্পে কর্মরত কর্মচারী সংগঠন ত্রিপুরা কলেজ শিক্ষক সমিতির (টিসিটিএ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন।
রাজধানীর অফিস লেনের শিক্ষা দফতরের অধিকর্তার অফিস থেকে বেরিয়ে যাওয়ার পথে টিসিটিএ'র সম্পাদক রাজকুমার চৌধুরী সংবাদ মাধ্যমকে জানান, দফতরের অধিকর্তার সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। সংগঠনের নেতাদের সঙ্গে বসে আলোচনা করা হবে।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
এসসিএন/আরআর