ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় রামসা ও এসএসএ কর্মচারীদের কর্মবিরতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
ত্রিপুরায় রামসা ও এসএসএ কর্মচারীদের কর্মবিরতি বৈঠক শেষে নেতারা-ছবি-বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরা রাজ্যে কর্মরত রাষ্ট্রীয় মাধ্যমিক অভিযান (রামসা) ও সর্ব শিক্ষা অভিযান (এসএসএ) প্রকল্পের অধীনে কর্মরত শিক্ষক-কর্মচারীরা সোমবার (১৩ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন।

তাদের দাবি, রামসা ও এসএসএ প্রকল্পে কর্মরত রাজ্যের সব কর্মচারীদের সরকারি কর্মচারীদের মতো বেতন দিতে হবে ও তাদের নিয়মিত করতে হবে।  

ত্রিপুরা সরকারের উচ্চ শিক্ষা দফতরের অধিকর্তা ইউ কে চাকমা এই দুই প্রকল্পে কর্মরত কর্মচারী সংগঠন ত্রিপুরা কলেজ শিক্ষক সমিতির (টিসিটিএ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন।

 

রাজধানীর অফিস লেনের শিক্ষা দফতরের অধিকর্তার অফিস থেকে বেরিয়ে যাওয়ার পথে টিসিটিএ'র সম্পাদক রাজকুমার চৌধুরী সংবাদ মাধ্যমকে জানান, দফতরের অধিকর্তার সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। সংগঠনের নেতাদের সঙ্গে বসে আলোচনা করা হবে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
এসসিএন/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।