মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে আরকে নগরে ত্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর)-এর দ্বিতীয় ব্যাটালিয়ানের প্রধান কার্যালয়ের সামনে খুন হন দৈনিক প্রভাতী পত্রিকার ক্রাইম রিপোর্টার সুদীপ দত্ত ভৌমিক।
ডিআইজি বলেন, আরকে নগরের টিএসআর বাহিনীর প্রধান কার্যালয়ের কমান্ডেন্ট তপন দেববর্মার সঙ্গে সাংবাদিক সুদীপের কথা হয়।
তবে যে খামের কথা বলা হচ্ছে সেটি কোথায় সাংবাদিকদের এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারেননি ডিআইজি।
ঘটনার পর আরকে নগরের টিএসআর বাহিনীর প্রধান কার্যালয়ে ছুটে যান সাংবাদিকদের একটি দল। তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
রাজ্যের সিনিয়র সাংবাদিক মানস পাল অভিযোগ করেন, পুলিশ ও টিএসআর বাহিনী যে চুরির গল্প বলার চেষ্টা হচ্ছে তা মেনে নেওয়া যায় না। কমান্ডেন্টের টেবিলে কি থাকবে তা সাংবাদিক কি করে জানবে। এই অভিযোগে কমান্ডেন্টের ব্যক্তিগত দেহরক্ষী গুলি করে সুদীপকে মেরেছে। এ কে-৪৭ রাইফেল থেকে দুটি গুলি করা হয়েছে।
তিনি আরও বলেন, পুলিশ যে কথা বলছে তা মেনে নেওয়া যায় না। তাদের কথায় ফাঁক রয়েছে।
বাংলাদেশ সময়: ২৩৩৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
এসসিএন/আরআর