শনিবার (২৫ নভেম্বর) আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে আম্রকুঞ্জে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ মাইকে শোনানো হয়।
সব শেষে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে রাজধানীর শিল্পী সাহিত্যিকরা গান, কবিতা ও নৃত্য পরিবেশন করেন। সহকারী হাইকমিশনার মো. সেখাওয়াত হোসেন বঙ্গবন্ধুর ৭ই মার্চ ভাষণের তাৎপর্য তুলে ধরেন।
বাচিক শিল্পী শাওলী রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রথম সচিব মো. মনিরুজ্জামান, দ্বিতীয় সচিব মো. ইকবাল হোসেন, পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমিত ভৌমিক, কবি সঙ্গীতা দেওয়ানজী, লেখক দেবব্রত দেবরায় প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
এসসিএন/আরআর