এরই প্রেক্ষিতে খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার উত্তর মহারানিপুরে নির্মাণ করা হচ্ছে ১০ শয্যার দ্বিতল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি নির্মাণে খরচ হবে ভারতীয় মুদ্রায় চার কোটি রুপি।
কর্মকর্তারা বলছেন, এই স্বাস্থ্যকেন্দ্র তৈরি হলে প্রাথমিক চিকিৎসার জন্য এলাকাবাসীকে মুঙ্গিয়াকামী বা তেলিয়ামুড়ায় ছুটে যেতে হবে না। স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবনের পাশেই গড়ে তোলা হয়েছে চিকিৎসকসহ স্বাস্থ্য কর্মীদের থাকার জন্য আবাসন।
ভারত সরকারের জাতীয় স্বাস্থ্য মিশনের অর্থায়নে হাসপাতালটি নির্মাণ করা হয়েছে।
এদিকে দীর্ঘ প্রত্যাশিত দাবি পূরণ হওয়ায় দারুণ খুশি এলাকার জনগণ। তারা বলেন, ভবিষ্যতেও উন্নয়নের এই ধারা বজায় থাকুক।
বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
এসসিএন/এমএ