উদ্ধার করা মুক্তিপণের অর্থ-ছবি-বাংলানিউজ
আগরতলা: ত্রিপুরায় চার ব্যাংকার অপহরণের ঘটনায় জড়িত সন্দেহে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। সেইসঙ্গে পুলিশ মুক্তিপণের অর্থ উদ্ধার করেছে।
শনিবার (২ ডিসেম্বর) দিনগত রাতে অভিযান চালিয়ে অর্থসহ তাদের গ্রেফতার করে পুলিশ।
মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) ধ্রুর নাথ জানান, বিভিন্ন এলাকা থেকে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
ত্রিপুরার পশ্চিম জেলার মোহনপুর মহকুমার অন্তর্গত সিধাই থানার পুলিশ বেলমুড়া এলাকার রাকেশ দেববর্মার বাড়ি থেকে মুক্তিপণের ৫০ লাখ রুপির মধ্যে ৪৮ লাখ ৮০ হাজার রুপি উদ্ধার করেছে। গ্রেফতারকৃতরা আত্মসমর্পণকারী ত্রিপুরার জঙ্গি সংগঠন এটিটিএফ’র সদস্য।
অভিযানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার পুলিশ সুপার অভিজিৎ শপ্তর্শী, অতিরিক্ত পুলিশ সুপার কিশোর দেববর্মা, মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) ধ্রুর নাথ, লেফুঙ্গা থানার ওসি শ্যামা প্রাসাদ দাস, সিধাই থানার ওসি হিমাদ্রী সরকারসহ পুলিশ ও টিএসআর বাহিনীর সদস্যরা।
বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৭
এসসিএন/আরআর
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।