বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে পঞ্চায়েত অফিসে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার পবিত্র কর, পুরাতন আগরতলা ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন সবিতা দাস, ভাইস চেয়ারম্যান নেহার রঞ্জন সুরসহ অন্যান্য কর্মকর্তারা।
পঞ্চায়েতের মোট ২৬জন নারীর মধ্যে সেলাই মেশিন তুলে দেন উপস্থিত অতিথিরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডেপুটি স্পিকার পবিত্র কর বলেন, পরিবারে সব কাজ সামলে নারীরা দৈনিক কিছু সময় এই সেলাই মেশিন দিয়ে কাজ করলে পরিবারে আর্থিক স্বচ্ছলতা আনার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৮
এসসিএন/এএটি