ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

শীতে কাঁপছে ত্রিপুরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৮
শীতে কাঁপছে ত্রিপুরা ঘন কুয়াশায় হেটলাইট জ্বালিয়ে গাড়ি চলছে/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: পৌষের শেষ সপ্তাহে শীতে কাঁপছে গোটা ত্রিপুরা রাজ্য। ঘন কুয়াশা ও প্রচণ্ড ঠান্ডায় জবুথবু হয়ে পড়েছে রাজ্যবাসী। এদিন ত্রিপুরায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার (০৮ জানুয়ারি) সকালে আবহাওয়া অধিদফতর সূত্রে এ তথ্য জানা যায়।

আবহাওয়ার পূর্বাভাসে বলে হয়েছে, এ দিন বাতাসের আদ্রতার পরিমাণ থাকবে সর্বোচ্চ ৯৩ শতাংশ।

সূর্য্যের দেখা পাওয়ার সম্ভাবনা খুব কম।

ঘন কুয়াশা ও প্রচণ্ড শীতের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। তীব্র শীতে কারণে সাধারণ মানুষ গুরুত্বপূর্ণ কাজ ছাড়া ঘর থেকে বেরোচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৮
এসসিএন/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।