ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় মাদ্রাসাকে আর্থিক অনুদান দিলো বিজেপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
ত্রিপুরায় মাদ্রাসাকে আর্থিক অনুদান দিলো বিজেপি ছবি: বাংলানিউজ

আগরতলা: মাদ্রাসার পাঠদান নিয়মিত রাখার জন্য আর্থিক অনুদান দিলো ত্রিপুরা প্রদেশ বিজেপি।

ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার অন্তর্গত মেলাঘরের ঘ্রানতলির জামিয়া ইসলামিয়া মাদ্রাসার ৪০ জন শিক্ষক চার মাস ধরে বেতন পাচ্ছেন না। এরপরও তারা কষ্টের মধ্যে মাদ্রাসা ছাত্রদের পাঠদান করে গেলেও তাদের ব্যক্তিগত জীবন খুবই দুর্বিষহ হয়ে পড়েছিল।

এই অবস্থায় মাদ্রাসাটি প্রায় বন্ধের মুখে এসে পড়ে। এমন এক কঠিন পরিস্থিতিতে রাজ্য সরকার মাদ্রাসাটি থেকে মুখ ফিরিয়ে রেখেছে বলে অভিযোগ।

খবর পেয়ে রোববার (১৪ জানুয়ারি) বিকেলে মাদ্রাসায় ছুটে যান ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি বিপ্লব কুমার দেব।

এসময় তিনি কথা বলেন মাদ্রাসার পরিচালকদের সঙ্গে এবং মাদ্রাসায় পড়াশোনার কাজে যাতে কোন প্রকার বাধা না আসে তার জন্য তিনি দলের পক্ষ থেকে ৫ লাখ টাকা অনুদান দেন। সে সঙ্গে জানান প্রয়োজনে তারা যেন দলের সঙ্গে যোগাযোগ করে।

বাংলাদেশ সময়: ০৫২৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
এসসিএন/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।