শুক্রবার (১৯ জানুয়ারি) গৌহাটি থেকে বাংলানিজকে বিষয়টি নিশ্চিত করেছেন আইপিএফটি দলের সভাপতি এনসি দেববর্মা।
তিনি জানান, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বিজেপি ১০ আসন আইপিএফটির জন্য ছেড়ে দেবে।
ত্রিপুরা রাজ্যের মোট ৬০টি বিধানসভা আসনের জনজাতি সংরক্ষিত ২০টি আসন রয়েছে। সংরক্ষিত ২০টির মধ্যে ১০টি আসন আইপিএফটিকে দেওয়া হবে।
তিনি আরও জানান, আইপিএফটির রাজ্যের আদিবাসীদের জন্য সংরক্ষিত সবক’টি আসন ও সাধারণ আসন থেকে আরো দু’টিসহ ২২টি আসন চেয়েছিল। কিন্তু বিজেপি তাদের মোট ১০ আসন দিতে রাজি হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাতে গৌহাটিতে আইপিএফটি এবং বিজেপি নেতৃত্বের মধ্যে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
এসসিএন/এএ