ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ত্রিপুরায় বাড়তি সতর্কতা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ত্রিপুরায় বাড়তি সতর্কতা মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ-ছবি-বাংলানিউজ

আগরতলা: আগামী শুক্রবার (২৬ জানুয়ারি) ভারতের প্রজাতন্ত্র দিবস। ১৯৫২ সালের এই দিনে ভারতের সংবিধান কার্যকরী হয়েছিলো। প্রতি বছরের মতো এবছরও যথাযথ মর্যাদার সঙ্গে দিনটি উদযাপিত হবে। এ উপলক্ষে দেশজুড়ে ব্যাপক প্রস্তুতি চলছে। 

সারাদেশের সঙ্গে ত্রিপুরা রাজ্যেও দিনটি উদযাপিত হবে। তাই ত্রিপুরাতেও চলছে জোর প্রস্তুতি।

 

প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানী আগরতলার সব গুরুত্বপূর্ণ এলাকা, বাসস্টেশন, রেলওয়ে স্টেশনসহ অন্য স্থানে পুলিশের মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চলছে। আগরতলার পাশাপাশি রাজ্যের অন্য শহরের গুরুত্বপূর্ণ স্থানেও তল্লাশি চালানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
এসসিএন/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।