ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন অজয় রাস্তোগি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৮
ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন অজয় রাস্তোগি ত্রিপুরা হাইকোর্ট। ছবি ইন্টারনেট থেকে নেওয়া

আগরতলা: ত্রিপুরা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতি পদে নিযুক্ত হওয়ার জন্য রাজস্থান হাইকোর্টের সিনিয়র বিচারপতি অজয় রাস্তোগি মনোনীত হয়েছেন। 

ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের একটি টিম এ নাম প্রস্তাব করেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। সূত্র জানায়, ওই টিমে রয়েছেন দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি জে চেলামেশ্বর ও বিচারপতি রঞ্জন গগৈ।

 

ত্রিপুরা হাইকোর্টের বর্তমান বিচারপতি টি ভাইফেইর অবসরে যাওয়ার দিনক্ষণ এগিয়ে আসায় নতুন প্রধান বিচারপতির নাম প্রস্তাব করা হয়েছে।  

ত্রিপুরার পাশাপাশি দিল্লি, মেঘালয়, ছত্রিশগড়, কলকাতা, কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, হিমাচল প্রদেশ, কেরালা ও মনিপুর রাজ্যেও নতুন প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হবে বলে সুপ্রিম কোর্টের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  

বাংলাদেশ সসময়: ০৯৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৮
এসসিএন/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।