ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় আবারো বামফ্রন্টকে ক্ষমতায় আনার আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৮
ত্রিপুরায় আবারো বামফ্রন্টকে ক্ষমতায় আনার আহ্বান সিপিআই (এম) এর সমাবেশ/ছবি: বাংলানিউজ

আগরতলা: ক্ষমতাসীন দল বিজেপি সরকারের সমালোচনা করে ত্রিপুরা রাজ্যের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখাতে বামফ্রন্ট সরকারকে অষ্টমবারের জন্য ক্ষমতায় আনার আহ্বান জানিয়েছেন সিপিআই (এম) দলের সাবেক সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক প্রকাশ কারাত।

শনিবার (০৩ ফেব্রুয়ারি) সিপাহীজলা জেলার অন্তর্গত ২১ নম্বর নলছড় বিধানসভা আসনের সিপিআই (এম) প্রার্থী তপন চন্দ্র দাস ও ২২ নম্বর সোনামুড়া আসনের প্রার্থী শ্যামল চক্রবর্তী'র সমর্থনে আয়োজিত সমাবেশে তিনি এ আহ্বান জানান।

এদিন তিনি দুটি সমাবেশ করেন।

প্রথম শহীদ কাজল ময়দানে ও পরেরটি নলছড় এলাকার সমর সদন ময়দানে অনুষ্ঠিত হয়। এতে দুই প্রার্থী ছাড়াও সিপিআই (এম) দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৮
এসসিএন/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।