ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ভারতের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দল বিজেপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৮
ভারতের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দল বিজেপি নির্বাচনের প্রচারণা সভায় বক্তব্য রাখছেন কংগ্রেস নেতা তরুন গগৈ/ছবি: বাংলানিউজ

আগরতলা: ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) ভারতের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দল বলে আখ্যা দিয়েছেন আসাম রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী কংগ্রেস নেতা তরুন গগৈ।

বুধবার (০৭ ফেব্রুয়ারি) রাজধানী আগরতলার চারিপাড়া এলাকায় প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আয়োজিত নির্বাচনের প্রচারণা সভায় তিনি এ আখ্যা দেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে অভিযাগ করে তিনি বলেন, বিজেপি হচ্ছে ভারতের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দল।

এ দলের সর্বভারতীয় সভাপতি অমিত সাহ'র ছেলে জয় সাহ কি করে মাত্র ৫০ হাজার থেকে ৮শ’ কোটি রুপির মালিক হলেন, বিজেপি এর কোনো প্রমাণ দেখাতে পারবেন কি?

তিনি আরো বলেন, বিজেপি যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলো তার একটিও তারা বাস্তবায়ন করেনি। বিজেপি শাসিত সবক’টি রাজ্য ও প্রদেশের অবস্থা শোচনীয়।

এ সময় সারাদেশে কংগ্রেস দল দ্রুত ঘুরে দাঁড়াবে আশাবাদ ব্যক্ত করে তিনি। এসময় সভায় দলের ত্রিপুরা রাজ্যের অবজারভার ভূপেন বরাসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
এসসিএন/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।