ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় কড়া নিরাপত্তা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় কড়া নিরাপত্তা কেন্দ্রে সামরিক বাহিনীর সদস্যরা। ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরায় রোববার (১৮ ফেব্রুয়ারি) ৬০টি বিধানসভা আসনের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের জন্য রাজ্যের পশ্চিম জেলায় মোট ৭শ’ ৭৩টি কেন্দ্রে মোতায়েন করা হয়েছে আধা সামরিক বাহিনী।

বাহিনীর মধ্যে রয়েছে সিআরপিএফ, কেরালা পুলিশ, রাজস্থান পুলিশ, রাজস্থান বর্ডার পুলিশ, র‌্যাব, আরপিএফ, আইআরবির সদস্য।

পাশাপাশি সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছানো হয়েছে ভোটগ্রহণের জন্য ব্যবহৃত ব্যালট-বাক্সসহ আনুষাঙ্গিক সরঞ্জাম।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার লাকি চৌহান বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, সামরিক বাহিনী ৩শ' ৫৬টি ভাগে ভাগ হয়ে পশ্চিম জেলায় পাড়ায় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে কিনা তা দেখবে। এছাড়া অন্যরাজ্য থেকে ত্রিপুরায় আসা সব যানবাহন ও যাত্রীদের সঙ্গে রাখা ব্যাগও তল্লাশি করা হচ্ছে। আন্তর্জাতিক ও আন্তরাজ্য সীমান্ত সিল করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে ভোটের জন্য নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে গোটা ত্রিপুরারাজ্যকে

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।