ঢাকা, শুক্রবার, ১৯ আশ্বিন ১৪৩১, ০৪ অক্টোবর ২০২৪, ০০ রবিউস সানি ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে-ছবি-বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। রাজ্যের ৬০টি আসনের মধ্যে ৫৯টি আসনের নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। 

রোববার (১৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। এটি চলবে বিকেল ৪টা পর্যন্ত।

 

১৯-চড়িলাম বিধানসভা কেন্দ্রের প্রার্থী রমেন্দ্র নারায়ণ দেববর্মার আকস্মিক মৃত্যুতে এই আসনের ভোট স্থগিত রয়েছে। এই আসনে ভোট হবে আগামী ১২ মার্চ।  

৩ হজার ২শ'১৪টি ভোটকেন্দ্রের মধ্যে ভোট হচ্ছে ৩ হাজার ১শ' ৭৪টি কেন্দ্রে। রাজ্যের প্রতিটি ভোটকেন্দ্রের ২শ’ মিটার এলাকার মধ্যে ১৪৪ ধারা জারি রয়েছে।

ভোটাররা ২৯২ জন প্রার্থীর ভাগ্য আগামী পাঁচ বছরের জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) বন্দি করছেন। যার ফল প্রকাশিত হবে আগামী ৩ মার্চ।

বাংলাদেশ সময়: ০৯০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।