ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

হেঁটে কেন্দ্রে গিয়ে ভোট দিলেন মুখ্যমন্ত্রী 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
হেঁটে কেন্দ্রে গিয়ে ভোট দিলেন মুখ্যমন্ত্রী  ভোটকেন্দ্রে ভোট দিচ্ছেন মানিক সরকার

আগরতলা: প্রতিবারের মতো এবারও হেঁটে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট দিলেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। 

এদিন তিনি নিজের সরকারি আবাস থেকে হেঁটে ভোটকেন্দ্র শিশু বিহার স্কুলে যান ও নিজের ভোট প্রয়োগ করেন।  

ভোট দিয়ে বের হওয়ার পর স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কর্মীরা ভোটের ফলাফল সম্পর্কে তার প্রতিক্রিয়া জানতে চায়।

এ বিষয়ে মুখ্যমন্ত্রী হিসেবে তার প্রতিক্রিয়া কি? সব প্রশ্নের তিনি একটি উত্তর দেন, ‘ত্রিপুরা রাজ্যে অষ্টম বামফ্রন্ট সরকার গঠিত হচ্ছে। ’

এবার কংগ্রেসকে পেছনে ফেলে বিজেপি প্রধান বিরোধী দল হিসেবে উঠে আসছে। ত্রিপুরা রাজ্য বিধানসভার ক্ষমতা দখলের জন্য সর্বশক্তি দিয়ে চেষ্টা করছে দলটি।  

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
এসসিএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।