রোববার (১৮ ফেব্রুয়ারি) ত্রিপুরা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রীরাম তরণীকান্ত রাত ৯টায় সংবাদ সম্মেলনে জানান, ভোট পড়েছে ৭৮ শতাংশ। ২০টি বিধানসভার ১০০ বেশি কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে।
স্থানীয় সময় রাত ১০টার পরও কেন্দ্রগুলোতে ভোটগ্রহণের খবর পাওয়া যায়। তাছাড়া ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায় এসব কেন্দ্রে।
এভাবে উৎসবের মেজাজে ভোট দেওয়ার জন্য বি জে পি’র ত্রিপুরা রাজ্যের অবজারভার সুনীল দেওধর রাজ্যবাসীকে অভিনন্দন জানান।
বাংলাদেশ সময়: ০০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
এসসিএন/এনএইচটি