ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

চড়িলাম কেন্দ্রে বামফ্রন্টের প্রার্থী ঘোষণা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
চড়িলাম কেন্দ্রে বামফ্রন্টের প্রার্থী ঘোষণা

আগরতলা: ত্রিপুরার ১৯ নম্বর আদিবাসী সংরক্ষিত চড়িলাম বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট সমর্থিত সিপিআই (এম) নতুন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

গত ১১ ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রচারে বের হয়ে সিপিআই (এম) প্রার্থী রমেন্দ্র নারায়ণ দেববর্মার আকস্মিক মৃত্যু হয়। এ কারণে গত ১৮ ফেব্রুয়ারি রাজ্যের এ কেন্দ্র ভোটগ্রহণ হয়নি।

সেদিন ৬০টি আসনের মধ্যে ৫৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

চড়িলাম বিধানসভা কেন্দ্রের ভোট হবে আগামী ১২ মার্চ। এই কেন্দ্রের অন্য দলের প্রার্থীর নাম অপরিবর্তীত রেখে বামফ্রন্ট প্রার্থীর নতুন নাম ঘোষণার জন্য নির্বাচন দফতর ইতোমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছে।

এর প্রেক্ষিতে সোমবার ( ১৯ ফেব্রুয়ারি) সিপিআই (এম) দলের ত্রিপুরা রাজ্য কমিটি চড়িলাম বিধানসভা আসনের জন্য নাম ঘোষণা করা হয়।

নতুন প্রার্থী বাম যুব সংগঠনের নেতা পলাশ দেববর্মা। দলের রাজ্য কমিটি প্রার্থী স্থির করা হয় ও এদিন সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নাম সংবাদ মাধ্যমকে জানিয়ে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০৪৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৮
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।