ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় ফের বোমা সদৃশ বস্তু উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৮
ত্রিপুরায় ফের বোমা সদৃশ বস্তু উদ্ধার উদ্ধার হওয়া বোমা সদৃশ বস্তু

আগরতলা: ত্রিপুরা রাজ্যের পশ্চিম জেলার জিরানীয়া থানার জনবসতিপূর্ণ কাওয়াবন এলাকা থেকে ফের বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বেলা ১১টার দিকে রাস্তার পাশে এলাকাবাসী বোমটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

জিরানীয়া থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) নিত্যানন্দ সরকারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ও বোম সদৃশ বস্তুটি উদ্ধার করে সতর্কতার সঙ্গে নিরাপদ স্থানে নিয়ে আস হয়েছে।

বর্তমানে বোমটি থানায় নিরাপদে রাখা হয়েছে।

ওসি নিত্যানন্দ সরকার জানান, আগরতলায় বোম স্কোয়াডে খবর দেওয়া হয়েছে। তারা গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখবেন এটি বোম না অন্য কিছু। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

এরআগে ভোটের দিন রাজধানীর ধলেশ্বর এলাকার রাস্তায় একটি বোম পাওয়া গিয়ে ছিলো।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৮
এসসিএন/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।