শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বেলা ১১টার দিকে রাস্তার পাশে এলাকাবাসী বোমটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
জিরানীয়া থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) নিত্যানন্দ সরকারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ও বোম সদৃশ বস্তুটি উদ্ধার করে সতর্কতার সঙ্গে নিরাপদ স্থানে নিয়ে আস হয়েছে।
ওসি নিত্যানন্দ সরকার জানান, আগরতলায় বোম স্কোয়াডে খবর দেওয়া হয়েছে। তারা গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখবেন এটি বোম না অন্য কিছু। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
এরআগে ভোটের দিন রাজধানীর ধলেশ্বর এলাকার রাস্তায় একটি বোম পাওয়া গিয়ে ছিলো।
বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৮
এসসিএন/জিপি