ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

নির্বাচন দফতরের সমালোচনায় বিজন ধর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৮
নির্বাচন দফতরের সমালোচনায় বিজন ধর

আগরতলা: উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যের ছয়টি বিধানসভা কেন্দ্রের ৬টি বুথে আবারও নির্বাচন হবে। ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) সমস্যার কারণে ফের এসব কেন্দ্রে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। 

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাজ্য নির্বাচন দফতরের পক্ষ থেকে  একথা জানানো হয়েছে।  

বুথগুলো হচ্ছে, সোনামুড়া বিধানসভা কেন্দ্রের ২৬ নম্বর বুথ, মুখ্যমন্ত্রী মানিক সরকারের নির্বাচনী কেন্দ্র ধনপুর বিধানসভার ৮ নম্বর বুথ, তেলিয়ামুড়া বিধানসভার ৪৫ নম্বর বুথ, সাব্রুম বিধানসভার ৪৮ নম্বর বুথ, অম্পিনগর বিধানসভার ৩৭ নম্বর বুথ, কদমতলা-কুর্তি বিধানসভার ৯ নম্বর বুথ।

আগামী ২৬ ফেব্রুয়ারি স্থানীয় সময় সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই বুথগুলোতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।  

এদিকে নির্বাচন দফতরের ‘অপদার্থতা’র জন্য রাজ্যবাসীর একটি অংশকে আবার ভোট দিতে হবে বলে মন্তব্য করেছেন বামফ্রন্ট নেতা বিজন ধর।  

একই সঙ্গে তিনি এর পেছনে নির্বাচন দফতরের কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কিনা এই প্রশ্নও তোলেন। তিনি বলেন, নির্বাচন দফতরের অফিসাররা কি করছিলেন তখন? এ বিষয়ে জানতে চাই।  

‘কাউকে ছাড়া হবে না। এ ঘটনা কেন ঘটলো তা জানতে চাওয়া হবে। ’ 

তবে ফের নির্বাচন হচ্ছে বলে বামফ্রন্ট ভয় পাচ্ছে না বলেও মন্তব্য জোটটির নেতা।  

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৮
এসসিএন/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।