ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

আগরতলা

গ্রীষ্মকালীন সবজি চাষে ব্যস্ত ত্রিপুরার কৃষকরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
গ্রীষ্মকালীন সবজি চাষে ব্যস্ত ত্রিপুরার কৃষকরা ফসল চাষাবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): ঋতুচক্রের নিয়ম মেনে শীতকাল শেষ। সেসঙ্গে মাঠ থেকে ধীরে ধীরে বিদায় নিচ্ছে শীতকালীন সবজিও। কৃষকরা ইতোমধ্যে মাঠে গ্রীষ্মকালীন সবজি চাষ শুরু করেছেন।

ত্রিপুরার খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার খোয়াই নদীর তীরে বিঘার পর বিঘা জমিতে বিভিন্ন ফসল চাষাবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এবার বরবটি, কাকরোল, পটল, ঝিঙে, কাঁচা মরিচ চাষের উপর অধিক গুরুত্ব দিচ্ছেন কৃষকরা।

নতুন সবজি।  ছবি: বাংলানিউজতেলিয়ামুড়া ব্লকের দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের বাইশঘড়িয়া এলাকা সবজি চাষের জন্য জেলাসহ আগরতলায় সুপরিচিত। বারো মাস এই এলাকার চাষিরা রকমারি সবজি উৎপাদন করেন।

এবছর শীতের মৌসুমের শুরুতে বৃষ্টির কারণে সবজির অনেক ক্ষতি হয়েছিল। এখন গ্রীষ্মকালীন মৌসুম শুরু হয়ে গেছে। বাজারে কাকরোল,পটল, কাঁচা মরিচ বিক্রি করে লাভের মুখ দেখতে পান কৃষকরা। ফসল চাষাবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।  ছবি: বাংলানিউজফসলের ক্ষেতে দিনভর অবিরাম মাথার ঘাম পায়ে ফেলে চাষের কাজে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। তাদের আশা সবজি ফলন ভালো হলে বাজার ভালো দাম পাওয়া যাবে বলে অভিমত চাষিদের।

কৃষকদের চাষাবাদের ক্ষেত্রে রাজ্য সরকার যাতে বাজার থেকে কম দামে বীজ, সার ও বালাইনাশকসহ কৃষির প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করার মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তাহলে আগামী দিনে রাজ্যের কৃষকদের অর্থনৈতিক অবস্থার মান উন্নয়নের ক্ষেত্রে অনেকটাই সহায়ক হবে- এমনটাই বক্তব্য চাষিদের।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।