ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য তথা সাবেক মন্ত্রী পবিত্র কর বাংলানিউজকে বলেন, বিজেপির যুব মোর্চার নেতাকর্মীরা তালিবানি কায়দায় ঘৃণ্য এই কাজটি করেছে।
সোমবার (৫ মার্চ) ত্রিপুরার বিলোনিয়া শহরে লেনিনের ১০ ফুট উঁচু লেনিন মূর্তি ভেঙে ফেলা হয়।
তিনি বলেন, নির্বাচনের পর রাজ্য কোথায় চলে যাচ্ছে। একের পর এক সিপিআই (এম) দলের অফিস ভেঙে ফেলা হচ্ছে, অগ্নিসংযোগ করা হচ্ছে, আক্রান্ত হচ্ছে দলের কর্মীরা। আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষও।
এ বিষয়ে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে সাংবাদিকরা জিজ্ঞাসা করলে তিনি বলেন, রাজ্যে যারা শৃঙ্খলা নষ্ট করছে বা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, ৬ মার্চ, ২০১৮
এসসিএন/আরআর