বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী বিপ্লব। তার সঙ্গে ছিলেন মন্ত্রিসভার সদস্য রতন লাল নাথ ও প্রাণজিৎ সিংহ রায়।
নির্বাচিত করার জন্য রাজ্যবাসীকে ধন্যবাদ জানিয়ে নতুন মুখ্যমন্ত্রী বলেন, নাগরিকদের সেবায় সরকার সব ধরনের সহযোগিতা করবে। এক্ষেত্রে মিডিয়ার সহযোগিতা চায় রাজ্য সরকার।
প্রাণজিৎ সিংহ রায় বলেন, সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সরকারের সপ্তম পে কমিশন অনুযায়ী বেতন ও ভাতা দেওয়ার বিষয়ে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাংবাদিক শান্তনু ভৌমিক ও সুদীপ দত্ত ভৌমিক খুনের ঘটনার তদন্ত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইকে দিয়ে করানোর ব্যাপারে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখার জন্য একটি কমিটি গঠন করা হবে বলেও জানান মন্ত্রী প্রাণজিৎ।
আগামী ২৩ মার্চ থেকে নবনির্বাচিত বিধানসভার অধিবেশন শুরু হবে।
বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
এসসিএন/এইচএ/