ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

আগরতলা

জনতার দরবারে সমস্যার কথা শুনলেন মুখ্যমন্ত্রী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৮
জনতার দরবারে সমস্যার কথা শুনলেন মুখ্যমন্ত্রী জনতার দরবারে বিপ্লব কুমার দেব-ছবি-বাংলানিউজ

আগরতলা: মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শুক্রবার (১৬ মার্চ) প্রথম জনতার দরবার বসালেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন মহাকরণের দুই নম্বর কনফারেন্স হলে ‘জনতার দরবার’ অনুষ্ঠিত হয়। 

নিজেদের সমস্যা জানাতে সেখানে মহাকরণের সাধারণ মানুষের দীর্ঘ লাইন পড়ে। প্রতিটি মানুষের সমস্যা মুখ্যমন্ত্রী শোনেন ও সঙ্গে উপস্থিত সরকারি কর্মকর্তাদের তা লিখে নিতে বলেন।

 

মুখ্যমন্ত্রী বলেন, যেসব সমস্যা সমাধান করা সম্ভব সেগুলি ১৫ দিনের মধ্যে সমাধান করা হবে আর যেগুলোর দ্রুত সমাধান সম্ভব নয় তা জানিয়ে দেওয়া হবে। আর যদি সমস্যা সমাধান না হয় তারা যেন ১৫ দিন পর আবার জনতার দরবারে এসে সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন।

এদিন ত্রিপুরা রাজ্যের চাকরিচ্যুত শিক্ষকদের পক্ষ থেকে প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ও মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানান। পাশাপাশি তাদের চাকরি রক্ষার জন্য বর্তমান রাজ্য সরকারকে ভূমিকা গ্রহণের আহ্বান জানান।
 
মুখ্যমন্ত্রী জানান, দ্রুত সমস্যা সমাধানের জন্য এই পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। এখন থেকে বুধ, শুক্র ও শনিবার জনতার দরবারে সমস্যার কথা শুনবেন মুখ্যমন্ত্রী।  

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৮
এসসিএন/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।