এদিন সভার প্রথমে বিরোধী দলের বিধায়করা নির্বাচনের সময় বামফ্রন্ট দলের অফিসে কর্মী-সমর্থকদের ওপর হামলার বিষয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কাছে জানতে চেয়েছেন।
স্পিকার রেবতী মোহন দাস মুখ্যমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন সেদিন কী ঘটেছিলো তার উত্তর দিতে সক্ষম কিনা না?
এর উত্তরে মুখ্যমন্ত্রী বিপ্লব জানান, আগামী ২৮ মার্চ বিধাধসভার শেষ অধিবেশনে এর উত্তর দেবেন তিনি।
এই বিষয়ে ট্রেজারি ব্র্যাঞ্চ (শাসকদল) ও বিরোধী ব্র্যাঞ্চের মধ্যে বাকবিতন্ডা হয়। রাজ্য শিক্ষামন্ত্রী রতন লাল নাথ এদিন আলোচনা করতে গিয়ে ১৯৯৩ সালে বামফ্রন্ট ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট ক্ষমতায় আসার পর থেকে ২০১৩ সাল পর্যন্ত বিধানসভা নির্বাচনের সময় সন্ত্রাস হয়েছে তার বিস্তারিত বিবরণ তোলে ধরেন। তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিরোধী বিধায়করা কোনো উত্তর দিতে পারেননি।
এরপরই স্পিকার স্থানীয় সময় দুপুর ২টায় সভা মুলতবি করেন।
বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
এসসিএন/এএটি