ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরার সাবেক মন্ত্রীকে সিবিআই’র জিজ্ঞাসাবাদ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৮
ত্রিপুরার সাবেক মন্ত্রীকে সিবিআই’র জিজ্ঞাসাবাদ  আগরতলার ২ নম্বর এমএলএ হোস্টেল

আগরতলা: ত্রিপুরা রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দফতরের সাবেক মন্ত্রী বিজিতা নাথকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ভারতের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই। 

বুধবার (২৫ এপ্রিল) দুপুরে সিবিআই'র একটি টিম আগরতলার ২ নম্বর এমএলএ হোস্টেলে আসে।

সিবিআই’র দলটি ভেতরে প্রবেশ করার পরপরই হোস্টেলের নিরাপত্তা কাজে নিয়োজিত কর্মীরা গেট বন্ধ করে দেয়।

এসময় সাংবাদিকরা ভেতরে প্রবেশ করতে চাইলে তাদের বাধা দেওয়া হয়।

জানা যায়, সাবেক এ মন্ত্রীকে চিটফান্ড কেলেঙ্কারি সংক্রান্ত বিষয়ে জেরা করা হচ্ছে। প্রথমে রাজ্যের উত্তর জেলার কদমতলা এলাকার নিজ বাড়িতে জিজ্ঞাসাবাদ করার কথা থাকলেও বিজিতা নাথ আগরতলায় বসার কথা জানান। সেজন্য সিবিআই টিম তাকে আগরতলায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৮
এসসিএন/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।