শুক্রবার (১১ মে) আগরতলার পোস্ট অফিস চৌমুহনী এলাকার প্রদেশ কংগ্রেস ভবনে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন তিনি।
বীরজিৎ সিনহা বলেন, নতুন সরকার ক্ষমতায় বসার পর থেকে একের পর এক জন বিরোধী সিদ্ধান্ত নিচ্ছে।
আদালত অবমাননা করে সরকার বাজনৈতিক দলগুলোর অফিস ভেঙেছে বলেও অভিযোগ করেন তিনি।
রাজ্য সরকারের এ জন বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে ১৭ মে আগরতলায় মিছিল করবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দল। এরপর রাজ্য সরকারের জন বিরোধী নীতির প্রতিবাদ জানিয়ে লাগাতার আন্দোলন কর্মসূচি চালানো হবে।
ঘোষণা দেওয়ার পর এখনও ত্রিপুরা সরকার কর্মচারীদের সপ্তম পে কমিশন দিচ্ছে না কেন? এ প্রশ্নও তোলেন বীরজিৎ সিনহা।
সংবাদ সম্মেলনে বীরজিৎ সিনহা ছাড়াও সাবেক বিধায়ক গোপাল রায়, তাপস দে প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, মে ১১, ২০১৮
এসসিএন/আরবি/