তবে তার স্ত্রী কাজল দেববর্মা ও মেয়ে সিজান দেববর্মা এখনও মিয়ানমারের জঙ্গলে জঙ্গি শিবিরে রয়েছেন। তারাও গোলা-বারুদ ও জঙ্গলের জীবন ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে ভারতের অন্য সব সাধারণ নাগরিকদের মতো জীবন-যাপন করতে চান।
শনিবার (১২ মে) বাংলানিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা জানান রঞ্জিৎ দেববর্মা।
তারা যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে এর জন্য রঞ্জিৎ নিজে ত্রিপুরা রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে লিখিত আবেদন জানিয়েছেন।
তার আশা দ্রুত স্ত্রী ও কন্যাকে স্বাভাবিক জীবনে নিয়ে আসার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করবে। তারা ফিরে এলে তাদের নিয়ে সুখে জীবন-যাপন করতে পারবেন।
এখনও মিয়ানমারের জঙ্গলে শিবিরে এটিটিএফ সংগঠনের ৬০ জনের বেশি সদস্য রয়েছে। এটিটিএফ, ত্রিপুরার অন্য আরো একটি নিষিদ্ধ জঙ্গি সংগঠন এনএলএফটিসহ উত্তরপূর্ব ভারতের অন্য রাজ্যের আরও কিছু জঙ্গি সংগঠনের সদস্যরা এক সঙ্গে শিবিরে রয়েছে।
এটিটিএফ এবং এনএলএফটির অন্য সদস্যরাও স্বাভাবিক জীবনে ফিরে আসতে আগ্রহী বলেও জানান রঞ্জিৎ।
বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, মে ১২, ২০১৮
এসসিএন/আরবি/