ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় ৮ মণ গাঁজা জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, মে ১৩, ২০১৮
ত্রিপুরায় ৮ মণ গাঁজা জব্দ ত্রিপুরায় জব্দ হওয়া গাঁজা। ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার তেলিয়ামুড়া এলাকায় অভিযান চালিয়ে আট মণ ৩০ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। এ সময় কাউকে আটক করা যায়নি।

রোববার (১৩ মে) রাজ্যের বড়মুড়া পাহাড়ের কফি বাগান থেকে গাঁজা গুলো জব্দ করা হয়।

তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) তাপস দেব বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খোয়াই জেলার তেলিয়ামুড়ার বড়মুড়া পাহাড়ের কফি বাগানে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বাগানে লুকিয়ে রাখা অবস্থায় ২০টি প্যাকেট থেকে আট মণ ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য তিন লাখ রুপি।

ধারণা করা হচ্ছে মাদক পাচারকারীরা গাঁজা গুলো অন্য রাজ্যে পাচারের উদ্দেশে বাগানে লুকিয়ে রেখে ছিল। এ সময় কাউকে আটক করা যায়নি বলেও জানান এসডিপিও তাপস।  
 
বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, মে ১৩, ২০১৮
এসসিএন/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।