বুধবার (১৬ মে) মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই-এর ললিত হোটেলে ফল ও সবজির এক আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করা হয়। এ প্রদর্শনীতে ভারতের বিভিন্ন রাজ্যের ফল ও সবজির পাশাপাশি ত্রিপুরা রাজ্যের কুইন ও কিউ প্রজাতির আনারস প্রদর্শন করা হয়।
প্রদর্শনীতে আসা বিভিন্ন দেশের প্রতিনিধিদের দৃষ্টি কেড়েছে ত্রিপুরার কুইন প্রজাতির আনারস। এই আনারস দৃষ্টি আকর্ষণ করে সেখানে উপস্থিত বাহরাইনের রানিরও। তিনি নিজ দেশের জন্য কুইন আনারসের স্যাম্পল চেয়ে নেন।
শুক্রবার (১৮ মে) আগরতলার প্রজ্ঞা ভবনে রাজ্যের আটটি জেলার চাষিদের দিয়ে আনারস চাষ সংক্রান্ত বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হবে।
কর্মশালায় উপস্থিত থাকবেন ত্রিপুরা সরকারের কৃষি দফতরের মন্ত্রী প্রাণজীৎ সিংহ রায়।
এই কর্মশালায় ত্রিপুরা রাজ্য থেকে দুবাইতে আনারস রপ্তানি সংক্রান্ত বিষয়ে একটি মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর হবে।
ত্রিপুরা সরকারের কৃষি দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মে ১৭, ২০১৮
এসসিএন/এনএইচটি